ধ্রুবতারা-কে উজাড় করে দিলেন আইসিটি প্রতিমন্ত্রী

১৭ সেপ্টেম্বর, ২০২২ ২০:৫১  
দেশের সবগুলো সফটওয়্যার পার্ক ও শেখ কামাল আইটি সেন্টারে ধ্রুবতারা ইয়্যুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জন্য বিনামূল্যে অফিস স্পেস দেয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ সামিট ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজমের সভাপতিত্বে এবং ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অমিয় প্রাপন চক্রবর্তী অর্কের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, সংসদ সদস্য আরমা দত্ত, সংসদ সদস্য ফখরুল ইমাম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজনৈতিকভাবে সচেতন হয়ে চলমান উন্নয়নের সুফলকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যুবসমাজকে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, যুবকল্যাণ ও যুব উন্নয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বৈষম্য নিরসন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সমান সুযোগ তৈরিতে গুরুত্ব দিতে হবে। যুবকদের মেধা, দক্ষতা ও প্রতিভা রয়েছে, প্রয়োজন সুযোগ। সুযোগ পেলে তারা মেধার বিকাশ ঘটিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই সবার জন্য সমান সুযোগ উন্মুক্ত করার পাশাপাশি বিশ্বায়নের এই যুগে জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক বিষয়ে যুবসমাজকে অন্তর্ভুক্ত করতে হবে। তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরি ও শিশু অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সামাজিক বনায়ন, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। তথ্য-প্রযুক্তির প্রসারের মাধ্যমে দেশে সাধারণ মানুষ প্রত্যন্ত অঞ্চলেও উপকৃত হচ্ছে। কোভিড মহামারি পরবর্তীসময়ে সৃষ্ট নতুন চ্যালেঞ্জগুলো থেকে উত্তরণ, অর্থনৈতিক পুনরুদ্ধার ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে যুবসমাজকে ভূমিকা রাখতে হবে। May be an image of 5 people, people standing and indoor বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের তারুণ্যের গর্ব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পক্ষ থেকে আমাদের বাংলাদেশে যতগুলো সফটওয়্যার পার্ক ও শেখ কামাল আইটি সেন্টার নির্মাণ করছি, সেখানে একটি করে ফ্লোর স্টার্টআপদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। আজ আমি আনন্দের সঙ্গে আপনাদের আশ্বস্ত করছি, যেই বিভাগ বা জেলা ধ্রুবতারা ইয়্যুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অবস্থান বা কার্যক্রম রয়েছে; আপনারা চাইলে সেখানে আপনাদের জন্য ছোট্ট একটা ফ্লোস স্পেস দিবো। এছাড়াও চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ে তরুণদের যোগ্য করে গড়ে তুলতে ৩০০ সংসদীয় আসনে নির্মিতব্য শেখ রাসেল স্কুল অব ফিউচার ও ডিজিটাল ল্যাবগুলো বিকেল থেকে বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারবেন। উপজেলা পর্যায়ে জয় ডিসেট গুলোর ৫০০০ বর্গফুটের অফিসও তাদের জন্য উন্মুক্ত করে দেবো। তিনি আরো বলেন, ধ্রুবতারা চাইলেই আইসিটি বিভাগ তাদের সঙ্গে যৌথভাবে প্রযুক্তি নির্ভর নারী উদ্যোক্তা তৈরিতে কাজ করবে। আপনাদের মাধ্যমে তৃতীয় লিঙ্গের উদ্যোক্তাদের সিড মানি দেয়া হবে।